
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে গভীর রাতে হাত ও চোঁখ বেঁধে শেখ আব্দুল হান্নান নামের কৃষকের জমাকৃত ধানের স্তূপ আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ২০০-২৫০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার গভীর রাতে দিরাই উপজেলার রণভূমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। কৃষক শেখ আব্দুল হান্নান সারা বছরের খোরাকি (খাওয়ার ধান) হারিয়ে পাগল প্রায়।
শেখ আব্দুল হান্নানের ছেলে শেখ ছাদ উদ্দিন ও শেখ জমির উদ্দিন (কালাশাহ) কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ কেয়ার (১ কেয়ার সমান ৩০ শতক) জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছিলাম।
গত বৃহস্পতিবার ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের মুটের স্তুপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য। আমরা দুই ভাই রাতে ধানের মুটি পাহাড়ায় ছিলাম। গভীর রাতে কয়েকজন এসে আমাদের চোখ পিছন থেকে বেঁধে দিয়ে ধানের মুটের স্তুপে আগুন লাগিয়ে দেয়। আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে দেখতে পারি নি। এতে আমাদের ২০০-২৫০ মণ ধানের ক্ষতি হয়েছে।
আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা এখন কেমন করে ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগল প্রায়, বাবার অবস্থা ভালো নয়। বাবা এমনিতেই অসুস্থ অবস্থায় দিন পার করছেন। দুই ভাই বলেন, আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে অন্যদের সাথে দীর্ঘদিন থেকে ঝগড়া আছে। কয়েক মাস আগে ও একটি সংঘর্ষ হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান ধানের মুটের স্তুপে আগুন লাগানোর সত্যতা নিশ্চিত আমি ও এএসপি মহোদয় সরেজমিনে দেখে এসেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।