বুধবার, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে ব্যবসায়ীর জায়গা দখল প্রভাবশালীর

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের এক ব্যবসায়ীর খরিদকৃত জায়গা দখলের অভিযোগ উঠেছে কল্যাণী গ্রামের রামচরণ দাসের পুত্র মৃদুল দাস ও বাদল দাসের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবীন্দ্র চন্দ্র সরকারের ছেলে রাসেন্দ্র চন্দ্র সরকার বিগত ৯ এপ্রিল ভুলানগর মৌজার দাগ নং ১০০ ও ১০১ দাগের শশীলাল দাস ও সুনীল চন্দ্র গংদের থেকে রাসেন্দ্র দাস এ জায়গা কেনেন। কিন্তু ভূমিখেকো মৃদুল ও বাদল পাশ্ববর্তী জায়গার মালিক হওয়াতে অন্যায়ভাবে ভোগ দখল করে আসছেন তারা।

এলাকাবাসাী জানায়, মৃদুল ও বাদল পতিত আওয়ামী সরকারের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্বীপ রায়ের আশীর্বাদ পুষ্ট ছিলেন। প্রদ্বীপ রায়ের ক্ষমতার বলে অন্যের খরিদাকৃত জায়গা দখল করে বসে আছেন। এই জায়গা নিয়ে এলাকার গণ্যমান্য সালিশ ব্যাক্তিত্বদের নিয়ে বিচার বসলে সালিশের কথা অমান্যে করে পেশি শক্তির বলে প্রায় ২০ শতক জায়গা অন্যায়ভাবে দখল করে বসে আছেন মৃদুল ও বাদল।

এই জায়গায় নিয়ে অনেকবার ভোক্তভোগী রাসেন্দ্র আইনের আশ্রয় নিলেও প্রদ্বীপ রায়ের দোহাই দিয়ে মৃদুল ও বাদল প্রশাসনের কাছে ভুল তথ্য প্রদান করে রাসেন্দ্রকে বিতাড়িত করেছেন। মৃদুল ও বাদলের উপর মানুষের জায়গা দখলের একাধিক অভিযোগ রয়েছে। বিগত পতিত আওয়ামী লীগের সরকারের আমলে প্রদ্বীপ রায়ের প্রভাব খাটিয়ে তারা অনেকের জায়গা দখল করেছেন।

ভুক্তভোগী রাসেন্দ্র চন্দ্র সরকার জানান, এই জায়গা আমি প্রাপ্য টাকা দিয়ে কিনেছি। আমি ক্রয়সূত্রে জায়গার মালিক এলাকার অনেকেই জানেন। আমার কাছে জায়গার সব কাগজপত্র আছে। এ নিয়ে বিচার সালিশ বসলে মৃদুল ও বাদল বিচার অমান্য করে আমার জায়গা জোরপূর্বক দখল করে রাখে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে অভিযুক্ত মৃদুল ও বাদল দাস বলেন, এটা আমাদের মামাদের জায়গা। আমরা তাদের কোনো জায়গা দখল করি নাই।

এ ব্যাপারে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ