
রফিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কলেজ মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনজুরুল হক মঞ্জু।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টিম রানা বনাম কলেজ মোড় ফ্রেন্ডস ক্লাব। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল না করতে পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকার ৪-৩ গোলে টিম রানা জয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন।
যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এ খেলার আয়োজন হয়েছিলো বলে জানায় আয়োজকরা।












