আল ফাহাদ ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পালিত হয়েছে ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২। এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।
এ বছরের আলোচ্য বিষয় ” মাটি : খাদের সূচনা যেখানে” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের শুরুতেই দুটি তথ্য চিত্র উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ আবু হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেল তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, জেলা সার ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মো: রেজাউল ইসলাম এবং কৃষক মো: নজিবর রহমান।