
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম: ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল এই স্লোগানকে ধারন করে তরুনদের নিয়ে খেলাধুলায় সুস্থ জীবন গড়তে যাত্রা শুরু করলেন মেরিন স্পোর্টস একাডেমি।
সোমবার বিকেলে নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর বাজারে একাডেমির উদ্বোধন করেন ক্যাপ্টেন (মেরিন) সারোয়ার হোসেন সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে সকল সদস্য ও উপস্থিত জনতাদের মিষ্টিমুখ করানো হয়।
ক্যাপ্টেন সারোয়ার সোহেল নন্দীগ্রাম উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট, প্রথম উপ-সচিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের ছেলে ও ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা।
তিনি এলাকার যুবসমাজকে মাদক,সন্ত্রাস ও সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে ২৪ সদস্য বিশিষ্ট মেরিন স্পোর্টস একাডেমির নতুনভাবে যাত্রা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সারোয়ার বলেন,”আমি আমার জীবনের সকল অর্জন মা,মাটি মানুষের সাথে একত্রে উদযাপন করতে চাই।গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করব আজীবন।বিশেষ করে তরুনদের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।তাদের চাওয়া পাওয়া পূরনে সর্বোচ্চ সচেষ্ট থাকব।”
উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান মিস্টারের তত্ত্বাবধানে স্পোর্টস একাডেমির ২৪জন সদস্য,পন্ডিতপুকুর বাজারের সকল ব্যবসায়ী ও দমদমা গ্রামের উৎসুক জনসাধারণ উপস্থিত ছিলেন।
মেরিন স্পোর্টস একাডেমির নবযাত্রায় নিজেদের শামিল করতে পারায় ক্যাপ্টেন সারোয়ার সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রীড়ামোদী জনতা ও তরুনসমাজ।