
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ডের সুহাতা পশ্চিম পাড়ায় মঙ্গলবার দিবাগত রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এক পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর সাহেবের বাড়িতে—যা এলাকায় ডেন্টাল ডাক্তার মেহেদীর বাড়ি নামে পরিচিত—৭-৮ জনের একটি ডাকাতদল হঠাৎ হামলা চালায়। তারা লাঠি ও রামদা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘর থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও সাড়ে চার লাখ টাকা নিয়ে যায়। এছাড়া ডাকাতরা ঘরের আসবাবপত্র উলটপালট করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপরই থানায় খবর দেওয়া হলেও পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছেনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি গ্রামবাসীকেও নিজস্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থায় এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।