মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার

মাজহারুল ইসলাম ইমন, নরসিংদী: নরসিংদীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ও লোকমান হোসেন (২৪) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির হোসেন ও লোকমান হোসেন দুুইজন সহোদর ভাই।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ শীলমান্দী এলাকার জনৈক বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংএর একটি কক্ষে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক অজিত চন্দ্র বর্মন, সহকারি উপপরিদর্শক জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, “গ্রেপ্তার তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। শীঘ্রই দায়ের করা মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ