শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে ডব্লিউএফপির অর্থায়নে ৯০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ

মো. রাশেদুল ইসলাম, কচাকাটা(কুড়িগ্রাম): নাগেশ্বরীর কচাকাটায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে কচাকাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আরডিআরএস এর বাস্তবায়নে দূর্যোগে ঝুঁকি হ্রাস প্রকল্প (ডিআরআর) এর আওতায় ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে ৯০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ১৫ নং কচাকাটা ইউনিয়নে দক্ষিণ জালিরচরের ইন্দ্রগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জালিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নটি ৩ ও ৬ ওয়ার্ডের ৩ সহস্রাধিক মানুষসহ শতশত হেক্টর ফসলি জমি বন্যার দুর্যোগ থেকে মুক্তি পেয়ে অঞ্চলটির মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন কচাকাটা ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন মন্ডল, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কাছিরন বেগম, আরডিআরএস এর জেলা কো-অর্ডিনেটর (ইএন্ডএইচআর) তপন কুমার সাহা, উপজেলা কো-অর্ডিনেটর আরিফুজ্জামান, মিল অফিসার সোহেল রানা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ