বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টি, ভাইস চেয়ারম্যান পদে ৪টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি প্রতীক ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, আসন্ন ৫ জুনের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভুঁইয়া শাহান। তিনি দোয়াত কলম প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমুল্লাহ লিটন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং চন্ডীপাশা ইউপির সাবেক ৩ বারের চেয়ারম্যান এমদাদুল হক ভুঁইয়া আনারস প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৪ জন। তারমধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু পেয়েছেন টিয়া পাখি প্রতীক। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল তালা প্রতীক পেয়েছেন। পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন পেয়েছেন উড়োজাহাজ। উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান খান ওরফে মোহাম্মদ আলী খান পেয়েছেন মাইক প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা করা দুজনের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল পেয়েছেন হাঁস প্রতীক। এছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না পেয়েছেন ফুটবল প্রতীক।

এদিকে প্রতীক পাওয়ার আগে প্রার্থীরা গণসংযোগ চালিয়ে গেলেও প্রতীক পাওয়ার পর থেকে নতুন উদ্যোমে কর্মীদের মাধ্যমে নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। এবারের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেননি। তাই ভোটের মাঠে প্রার্থীদেরকে নিজ দলের প্রতিদ্বন্দীদের সাথে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এটা বলার অপেক্ষা রাখে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *