
মো. রমিজ আলী, সীতাকুণ্ড: যতদিন পর্যন্ত এদেশে একটি নিরপেক্ষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত ফ্যাসিবাদ দূর হবে না বলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা কথা গুলো বলেছেন।
গত বুধবার বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ তাহের,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,চট্টগ্রাম উত্তর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিবুল আবিদ,উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সবুজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইকরাম হোসেন জিহাদ, মিডিয়া সম্বনয়কারী আবুল হোসাইন,অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল প্রমূখ এবং স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।