
মোঃ নাজমুল ইসলাম: নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে মালজোড়া গানের প্রবর্তক ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী বাউল উৎসব।
নেত্রকোনা পৌর শহরের বাইসচাপড়া এলাকায় ১৯ ও ২০ জানুয়ারি সাধক রশিদ উদ্দিনের বাড়ির প্রাঙ্গনে বাউল এ উৎসবের আয়োজন করে বাউল রশিদ উদ্দিন একাডেমি।
১৯ জানুয়ারি সন্ধায় অবসরপ্রাপ্ত মেজর আবুবকর সিদ্দিকী পিএসসি’র সভাপতিত্বে ও কবি ও সাংবাদিক সৈয়দ সময় ও ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বাউল উৎসবের উদ্ভোদন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী আনোয়ার হোসেন ভালবাসার কবি খ্যাত তানভীর জাহান চৌধুরী।
অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও বাউল রশিদ উদ্দিন একাডেমির মহাসচিব ম.কিবরিয়া চৌধুরী হেলিম।
আলোচনা সভা শেষে বাউল সঙ্গীত পরিবেশন করে নেত্রকোনা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউল শিল্পী ও বাউল সাধকরা।
অনুষ্ঠানে দ্বিতীয় দিন দেশের নামকরা বাউল শিল্পীরা বাউল রশিদ উদ্দিন রচিত বিভিন্ন গান পরিবেশনা করেন।