
মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যে নেত্রকোণায় জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন: পুলিশ সুপার ফয়েজ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন,উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম,জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপুটি কোঅর্ডিনেটর অরুনাভ দেবনাথ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষন কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ পরে প্রশিক্ষনার্থীদের মাঝে ড্রাইভিং লাইসেন্স ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।