
পীরগঞ্জ প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল নামক স্থানে ট্রাক ও পুলিশের পিকআপে যাত্রীবাহি বাসের ধাক্কায় ২জন নিহত ও পুলিশ সদস্যসহ ১০ জন আহতের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ২ জন হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার বলদিআটা গ্রামের আব্দুস সামাদের ছেলে-আলমগীর হোসেন(৪১) ও জামালপুর জেলার সদর থানার হাজীপাড়া বজরাপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে আশরাফুল আলম(৪০)।
বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান,রাতে মহাসড়কে টহলরত পিকআপ পীরগঞ্জ থেকে বড়দরগাহ অভিমুখে যাবার সময় ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রান্সপোর্টের সন্দেহজনক মালামাল ভর্তি চলন্ত ট্রাক যার নম্বর ঢাকা মেট্র্রো ট ২০-৮৪৫২ মহাসড়কের পাশে থামিয়ে দিয়ে চালকের সাথে কথা বলতে থাকেন সার্জেন্ট পলাশ চন্দ্র পাল ও কনস্টেবল মিজানুর রহমান। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী অরিন পরিবহন যার নম্বর ঢাকা মেট্রো ব ১২-৪৫১৬ এসে প্রথমে ট্রাকে ও পরে পুলিশ পিকআপকে ধাক্কা দেয়। এতে বাসটির বামদিক ও ট্রাকের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের ডিভাইডার ওয়ালে আটকা পড়ে। এদিকে ট্রাক ও পিকআপ ছিটকে যায়।
এ সময় পুলিশ সদস্য মিজানুর রহমান চাপা পড়ে ২ পায়ে গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। সার্জেট পলাশ চন্দ্র আহত হয় এবং যাত্রীবাহি বাসের ২জন অজ্ঞাতনামা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও ১৫ জন যাত্রী আহত হন। পুলিশ সদস্যসহ আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বাস ও ট্রাক বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।