
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া গ্রামে সোহেল রানাকে হত্যাকারীদের গ্রেফতার ও মনিরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সম্পাদক শাজাহান আলী, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সাবেক ইউপি সদস্য কাশেম আলী, নিহত সোহেলের মা মরিয়ম বেগম, স্ত্রী জান্নাতুন বেগম, ভাই মাহবুবার প্রমুখ।
উক্ত মানববন্ধনে উক্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক পুরুষ-মহিলা উপস্থিত ছিলেন ।
গত ৩০ জুন উপজেলার বড়ফলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ মনিরুল ইসলামের লোকজনের মারধরে একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র সোহেল রানা নিহত হয়। পুলিশ ইতিমেধ্যে প্রধান আসা মনিরুলকে গ্রেফতার করেছে