বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুঠিয়ায় সাজাপাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মামলায় ৬ মাসের স্বশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ অপরাপর চারজনকে গ্রেফতারের পর পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইয়ুম পারভেজ, উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এমএম ইমতিয়াজ ওসসহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৯ জানুয়ারী (বৃহস্পতিবার) দিনগত রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। শুক্রবার আদালতে আসামিদের সোপর্দ করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কান্দ্রা এলাকার মৃত. ইউনুস মোল্লার ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্ট ভুক্ত আসামি রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, একই এলাকার মৃত. সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দি এলাকার মৃত লোকমান আলী ছেলে কাউসার ও পুঠিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আসামী উপজেলা ধোপাপাড়া এলাকার মৃত. আব্দুল রশিদের ছেলে মিলন আলী।

বিষয়টি নিশ্চিত করে ওসি কবির হোসেন জানান, পুঠিয়া থানায় প্রাপ্ত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত উপরোল্লিখিত আসামিদের গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ