
যায়যায়কাল প্রতিবেদক: পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এডমিন) হলেন এ কে এম আওলাদ হোসেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সন্তান এ কে এম আওলাদ হোসেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পান।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ৭ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ প্রশাসনের বৃহৎ রদবদলের অংশ হিসেবে এ পদায়ন করে। এ পদোন্নতির আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতিকে এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দেশবাসী প্রত্যাশা করছে, তার ভবিষ্যৎ পথচলা হবে আরও গৌরবময় ও সফল।