রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব আনেয়ার হোসেন বাচ্চু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সী, জেলা যুবদলের সদস্য ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর নুর, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক রতন, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক ছাত্র-ছাত্রী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া, সকলের জন্য দোয়া-মোনাজাতের আয়োজনও করা হয়।
প্রধান অতিথি আনেয়ার হোসেন বাচ্চু বলেন, ভাষা আন্দোলন ও শহীদ দিবস আমাদের জাতির গর্ব ও অহংকার। ১৯৫২ সালে ভাষার জন্য যে সকল শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে এই দিনে তাঁদের অবদান মনে রাখার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভাষার গুরুত্ব অনুধাবন করে তা রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক অনুভূতি সৃষ্টি করতে হবে, যাতে তারা দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে।
সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও শহীদ দিবসের ইতিহাস সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল শিক্ষার্থীকে আদব ও বিনয়ের সাথে চলার আহ্বান জানান।এভাবে বিদ্যালয়ে মহান ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণ করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *