সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেস ক্লাবের নয়া  সভাপতি শান্তি, সম্পাদক উজ্জ্বল

শাহীন রেজা টিটু: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক  ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জল।
অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের আলহাজ্ব মোহাম্মদ জহিরুল হক( জ ই বুলবুল)  সহ-সাধারণ সম্পাদক পদে প্রথম ভোর প্রতিনিধি মো. কামরুল ইসলাম, কার্যকরী সদস্য  মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি  আলহাজ্ব সাইদুল আলম সোহরাব।
এসময় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক,উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রিজাডিং কর্মকর্তা মো,জাহাঙ্গীর আলম,জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, স্হানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন,
সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,(যারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন), এছাড়াও স্হানীয় গণমাধ্যমের শতাধিক সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , সুশীল সমাজের    
গণ্যমান্য ব্যক্তিবর্গরা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ পর্যবেক্ষণ করেন। এর আগে এশিয়ান টিভি ও রুপায়ন গ্রুপের মিডিয়া দৈনিক দেশ রুপান্তর এর ব্যবস্থাপক প্রশাসন  ইউসুফ কবির ও পর্যবেক্ষণ করে গেছেন।
উল্লেখ্য  ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (দৈনিক ঢাকা),
অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও নির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ