সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে দুই দিনে দুইটি অজগর উদ্ধার

কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে দুই দিনের ব্যবধানে আরো একটি অজগর উদ্ধার করা হয়েছে।

সোমবার উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড কুম্ভারপাড়াস্থ আনওয়ারুল উলুম মাদ্রাসার সংলগ্ন জনৈক ইউছুপের বাউন্ডারি ওয়াল থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারকৃত সাফটি ৬ ফিট, ৮ কেজির মতো ওজন হবে।

মোহাম্মদ ইউছুপ নামে প্রত্যক্ষদর্শী জানান, সাপটি আমাদের ঘরের বাউন্ডারী ওয়ালের একটি জালে আটকে ছিল। মাদ্রাসার হুজুররা দেখতে পেলে সকলে মিলে উদ্ধার করে সাপটিকে। পরবর্তী একটি সাপ ধরা সংস্থাকে জানানো হলে তাদের সদস্যরা
এসে সাপটি নিয়ে যায়। সাপটি তারা কোন বনে অবমুক্ত করবেন বলে জানান।

সাপটি উদ্ধার করেন Wildlife And Snake Rescue Team In Bangladesh-(WSRTBD) এর চট্টগ্রাম জেলার উদ্ধার কর্মী রেজাউল করিম রাকিব।

তিনি বলেন, খবর পেয়ে আমি সাপটি উদ্ধার করতে আসছি। সাপটি রিজার্ভ ফরেস্টের আওতাভুক্ত কোনো স্থানে ছেড়ে দেব। সাপটি সেখানে নিজের মতো করে থাকতে পারবে।

এদিকে গতকাল ১ সেপ্টেম্বর উপজেলার সুয়াবিল ইনিয়নের পশ্চিম সুয়াবিল শোভনছড়ি রাজার বাজার সংলগ্ন বারমাসিয়া চা বাগান এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘের একটি অজগর সাপটি উদ্ধার করে স্থানীয়রা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ