মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে বসতঘরে ডাকাতি, যুবককে কুপিয়ে জখম

কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখম করে টাকা, স্বর্ণলংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
রবিবার রাতে উপজেলার সুয়াবিলের উত্তর হাজিরখীলের ফয়েজ আহমদ সওদাগর বাড়ির জনৈক মোহাম্মদ মাইনুদ্দিন ননির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৫/১৮ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। এমন সময় ডাকাতদের বাধা দিলে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
মহিউদ্দিনের ভাই মোহাম্মদ মাসুম জানান, ডাকাতদল ৫ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, প্রায় ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, আমরা ভূজপুর থানাকে এ ব্যাপারে অবগত করেছি। থানা থেকে পুলিশ এসে পরিদর্শন করে গেছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ