
কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় অবৈধ বালু মহালে অভিযানে সাকিব হোসেন নামক এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় ট্রাক ও বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে পৌরসভার ১ নং ওয়ার্ডের চেঙ্গেরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পৌরসভার ১ নং ওয়ার্ডে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র, চক্রটি বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসনের অভিযানে রাঙ্গামাটিয়া নেজাম পাশার ছেলে সাকিবকে আটক করে।
অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং একটি ট্রাক সহ বালু জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে ফটিকছড়ি থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।