মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা উত্তর ধুরুং ৮ও ৯ নম্বর ওয়ার্ডের খালের পূর্ব পাড়ের রাস্তা দীর্ঘদিন ধরে শোচনীয়  অবস্থার ফলে  রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
সোমবার  সকাল ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ির সড়কের বিবিরহাট বাস স্টেশনের এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা জানান,  এই রাস্তাটি এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষদের। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ে।  এর আগে এলাকাবাসীর উদ্যেগে বার বার সংস্কার করা হয়েছে। কিন্তু সরকার বা পৌরসভার পক্ষ থেকে সংস্কার কাজে হাত দেওয়া হয়নি। অথচ এ সড়ক ব্যবহার করে ফটিকছড়ি থেকে কাঞ্চননগর ইউনিয়নে যাতায়ত হয়। এখন পৌরসভা এলাকা পর্যন্ত সংস্কার করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হতো।
সরেজমিনের দেখা যায়, উপজেলা সদর বিবির হাট বাজার থেকে উত্তর ধুরুং ৯ নং ওয়ার্ডে যাওয়া সড়কটিতে মরক ধরেছে। রাস্তার মাঝখানে কর্তের সৃষ্টি হয়েছে। ব্রিক সলিং উঠে পায়ে হাটাও যাচ্ছে না। রিকশা যাত্রী উঠতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে ঝাঁকুনিতে। বোরহান উদ্দিন শাহ মাজার গেইট থেকে প্রায় ৫ কিলোমিটার সড়ক দিয়ে গাড়ি চলা দুরে থাক পায়ে হাঁটাও যায় না। অথচ দেশের অলিগলি উন্নয়ন হচ্ছে। কিন্তু সংকারের নজর পড়ে না উপজেলার পাশে এ গ্রামে।
বক্তারা বলেন,  বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধনে দাঁড়াতে হয়েছে।
মাস্টার শহীদুল আলম বলেন, দুরের কেউ আত্নিয়স্বজন করতে চায় না এ গ্রামের মানুষের সাথে। কারণ ঘরবাড়ি দেখতে এসে সড়ক দেখে আত্নিয় করার আগ্রহ দেখায় না। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।
ব্যবসায়ি আকতার হোসেন বলেন, অনেক জনপ্রতিনিধিকে আমরা অতিতে জয়যুক্ত করেছি।  কিন্তু তারা আমাদের রাস্তার উন্নয়ন না করে এলাকাবাসীর সাথে প্রতারণা করেছে।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি বলেন, অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক।  যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয়।
মাস্টার রাশেদুল আলম বলেন, আমরা আর প্রতিশ্রোতি চায় না।  এবার বাস্তবায়ন চাই।
৮ ও ৯ ওয়ার্ড রাস্তা সংস্কার ও উন্নয়ন কমিটির আহবায়ক আজিজুল হক মামুনের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক  সৈয়দ মোঃ মাসুদ, ব্যবসায়ী সেলিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মহিন উদ্দিন,জোবায়ের হোসেন বাবু, তারেকুল ইসলাম,দেলোয়ার হোসেন, আবু তালেব, আনোয়ার হোসেন প্রমুখ।
এদিকে ওই মানববন্ধনে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক উপস্তিত হয়ে উত্তর ধুরুং রাস্তাটিতে প্রায় এক কোটি টাকা বরাদ্ধ দেওয়ার আশ্বাস দেন।  আগামি কয়েক মাসের মধ্যে এ সড়কের উন্নয়ন শুরু করার আশ্বাস দেন তিনি।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ