
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেয়ায় তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
এক তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়,গত ২৯ জুলাই বিকাল ৩টা ৫ মিনিটে প্রধান শিক্ষক নাজমুন নাহার স্কুল ছুটি দেন। বিষয়টি তাৎক্ষণিক ভাবে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাসকে জানালে তিনি দ্রুত শোকজ করার নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলার কেতকিরহাট ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ বেগম ২৯ জুলাই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৯ ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের ১ মিনিট আগেও স্কুল/কর্মস্থল ত্যাগ করা যাবে না মর্মে পরিপত্র ও নির্দেশনা জারি করেছেন। সেক্ষেত্রে ৪ টাকা ১৫ মিনিটের আগে কীভাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেয়া হয় এটা শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের বোধগম্য নহে।
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী প্রধান শিক্ষক নাজমুন নাহারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য ব্যবস্থা নিবেন এটাই তাদের প্রত্যাশা।