
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): “জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেলা রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এসএম আবু মোতালেব, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলক সিদ্দিক, ফুলছড়ি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার সহ প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১৫ টি স্টল স্থান পেয়েছে।