
শামিম হাসান খান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় সারা বাংলাদেশ ব্যাপী অনুষ্ঠিত ফজিলাতুন নেছা ইন্দিরা এমপির সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
যায়যায়কাল/৮আগস্ট২০২২/কেএম