বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশও দিয়েছেন আদালত বলে জানান, সরকারী কৌশূলি।

বৃহস্পতিবারে দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ মাইনুদ্দীন আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জুয়েল আলী (৩৭) চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার রমজান আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, জুয়েল আলী ২০২১ সালে ১৯ জুন ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নোহা মাইক্রোবাস যোগে অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংসাদে বড়াইগ্রাম থানা পুলিশ বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সেই নোহা মাইক্রোবাসটি থামিয়ে জুয়েল আলীর দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখনো মতে গাড়ির সিটের সাথে বিশেষ কায়দায় রাখা আরো দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর টেবিল ৩৬(১) এর ৮(গ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের এপিপি (সরকারী কৌশূলি) অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর সাক্ষ্য প্রমাণ শেষে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় জুয়েল আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ