মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘায় ঐতিহাসিক ঈদগাহ ও সড়ক সংস্কার দাবি

আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ঈদগাহ ও সড়ক সংস্কারের দাবিতে পৌরসভাসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন।

সোমবার সকাল ১১টায় বাঘা পৌরসভা ও এলাকাবাসীর সর্বস্তরের শত শত জনগণ উপজেলা চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সড়ক সংস্কার দাবিতে সাধারণ জনগণ ও এলাকাবাসী সাথে নিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ করে। পরে সাধারণ জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সড়ক সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান করে।

ঐতিহাসিক ঈদগাহ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন। উক্ত মানববন্ধনে পৌরসভার সর্বস্তরের জনগণসহ আরও অংশগ্রহণ করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, জুয়েল রানা, মো. আনোয়ার হোসেন পলাশ, সিরাজুল ইসলাম সিন্টু সভাপতি খন্দকার শপিং কমপ্লেক্স, সোহেল রানা, তানভীর আহমেদ পিয়াস, মো. হিটলার প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন, বাঘা কেন্দ্রীয় ঈদগাগের বেহাল দশা ও নোংরা আবর্জনা ভরপুর। ঈদগাহ মাঠসহ সড়ক সংস্কারের দাবিতে আজকের এই মানববন্ধন পরিচালনা করা হচ্ছে। এই ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে প্রায় ৮-১০ হাজার মুসলিম এক সাথে জামায়াতে নামাজ আদায় করে থাকি। অথচ এই ঈদগাহ মাঠটি পরিত্যক্ত অবস্থায় ময়লা-আবর্জনা পড়ে থাকে। বাঘার বাজারে সপ্তাহে ২ দিন হাটের দিনে সাইকেল ও ভ্যানগাড়ি ক্রয়-বিক্রয়ের হাট হিসেবে ব্যবহার হয় এবং গরু-ছাগল বিচরণ করা হয়। ঈদগাহ মাঠে ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আজকের এই মানববন্ধনটি আমি দেখেছি এ বিষয়ে এলডিসি ও ডিসি স্যারের সাথে কথা বলে আপনাদের জানাব।

এ বিষয়ে বাঘা পৌরসভার এলাকাবাসীসহ সাধারণ জনগণ স্মারকলিপি দিয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সড়ক সংস্কার দাবিতে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ