মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বান্দরবানে রোয়াংছড়িতে ভলিবল টুর্নামেন্ট

আরাফাত খাঁন, বান্দরবান: উপজেলাভিত্তিক ভলিবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা চলছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। রোববার সকালে রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর এম এম ইয়াসিন আজিজ বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তি ও সামাজিক স্থিতিশীলতার মাধ্যম। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়, নেতৃত্ব গড়ে তোলে। শৃঙ্খলার শিক্ষা দেয় এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কোনো সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন এবং যে কোনো সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মংপু মাস্টারসহ সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সিনিয়র সহসভাপতি রফিকুল আলম, ভলিবল রেফারি ও ডিএসএর নির্বাহী সদস্য মংচিং প্রু নজি, সহসভাপতি নিনি প্রূ, রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক উক্যসিং, নির্বাহী সদস্য মো. ইমতিয়াজ, প্রিয়তোষ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট অংশগ্রহণ করবে রোয়াংছড়ি জোনে বান্দরবান সদর ও রুমা উপজেলার ৫টি দল। গত বছর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলোয়াড়রা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে ভূমিকা রাখবে।

টুর্নামেন্টটির ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ