মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে সফল পটুয়াখালীর ইলিয়াস

রিয়াজ হোসেন: পটুয়াখালীর সদর উপজেলার ৯ নং ওয়ার্ডের ছোট চৌরাস্তার সিকদার বায়োফ্লক এর প্রোপাইটর ইলিয়াস হোসাইন বায়োফ্লক পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। বায়োফ্লক একটি মাছ চাষের নতুন প্রযুক্তি। অল্প জায়গায় অধিক মাছ চাষে এই প্রযুক্তি বর্তমানে বেশ সাড়া ফেলেছে।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এই পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে। অনেক মাছ চাষি এই প্রযুক্তিতে মাছ চাষ করে সফলতাও পাচ্ছেন। তেমনি এক সফল মাছ চাষি পটুয়াখালীর ইলিয়াস।

তিনি বাণিজিক্যভাবে উৎপাদন শুরু করেছেন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের প্রয়োজনীয় সব প্রশিক্ষণ নিয়ে তিনি বানিজ্যিকভাবে দেশি মাছের চাষ শুরু করেন। তার সফলতা দেখে অনেক বেকার যুবক বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে আগ্রহ দেখাচ্ছেন।

বাহিরের পদ্ধতি কাজে লাগিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। প্রথমবারের মতো আড়াই কাঠা জমি নিয়ে ১ লক্ষ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন খাঁচা বানিয়ে শিং মাগুর শোল কৈ মাছের পোনা ছাড়েন। পোনা ছেড়ে বাজারজাত করা পর্যন্ত সময় লাগে ৪ থেকে ৬ মাস।

ইলিয়াস হোসাইন বলেন, প্রথমে বাসায় পরীক্ষামূলকভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। সেখানে সফলতা পাওয়ার পর বাণিজিক্যভাবে মাছ চাষ শুরু করেন। আগামীতে তার পরিকল্পনা জায়গা পেলে খাঁচা বাড়িয়ে বড় পরিসরে বিভিন্ন প্রজাতির দেশি মাছ চাষ করার সম্ভবনা রয়েছে।

যায়যায়কাল/০৩সেপ্টেম্বর২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ