রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: আগামী ২৮ জানুয়ারি বুধবার জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাতে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাস ভবনে এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।

এসময় তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি ২৮ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন।

তিনি আরো বলেন,তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কারণ,বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।

সফরসূচি নিয়ে শাহীন সৈকত বলেন,আগামী ২৮ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন।

এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন।

সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

এসময় বৃহত্তর রাজশাহীর বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *