নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বেগম জিয়ার চিকিৎসাকে গুরুত্ব না দিয়ে এটাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যস্ত বিএনপি।
আজ ২ অক্টোবর কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ একথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সব সময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান। বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে যতটা উদ্বিগ্ন, তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানাতে তারা ব্যস্ত। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভাসমাবেশ করছে, কিন্তু আদালতে যাচ্ছে না। এটা আদালতের বিষয়, কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই- বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায়।’ তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরো মামলা রয়েছে, কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমাণ করতে ব্যার্থ হয়েছে। তার মানে দূর্নীতির ঘটনা সঠিক।
মত বিনিময় অনুষ্ঠানে এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা মিনিময় করেন মাহবুব-উল আলম হানিফ।