বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ওসি হাসান জাহিদের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে শিশির নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার না করা এবং মূল হুকুমদাতার বিরুদ্ধে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ-এর অপসারণের দাবিতে  সর্বস্তরের মানুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন।

মঙ্গলবার সকালে বোচাগঞ্জ বাজার এলাকায় শুরু হওয়া মানববন্ধনে বক্তারা বলেন, হামলার ঘটনার ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থাকার পরও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তারা অভিযোগ করেন, ওসি হাসান জাহিদ রাজনৈতিক প্রভাবশালীদের চাপের কাছে নতি স্বীকার করে ন্যায়বিচারের পথ থেকে সরে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, “চিহ্নিত হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ন্যায়বিচার চাই—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে মামলা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

মানববন্ধন শেষে একটি ঝাড়ু মিছিল বের করা হয়, যা বোচাগঞ্জ বাজার এলাকা ঘুরে থানা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত জনতা ‘দুর্নীতিবাজ ওসি হাটাও, ন্যায়বিচার বাঁচাও’—এমন স্লোগানে মুখর হন।

পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ