
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাট রামপুর এলাকায় ভুয়া অর্থপেডিক চিকিৎসক মোঃ মোশারফ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এ রায় প্রদান করেন। মোশারফ হোসেনের নিজস্ব চেম্বারে পুলিশি সহযোগিতায় পরিচালিত এই অভিযানে দেখা যায়, তিনি কোনো বৈধ ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই অর্থপেডিক চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ও ২৮ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, এই ধরনের ভুয়া চিকিৎসক সমাজে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।