মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ওসি-ডিবিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার এহতেশামুল হক সভায় জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

পরে পুলিশ সুপার এহতেশামুল হক কল্যাণ সভা শেষে ফোর্সদের খাবারের মেস, ব্যারাক, ডি-স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণমূলক দিক সম্পর্কে খোঁজখবর নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ