বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাধবদীতে মাদক কারবারি মায়া বেগম গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে মায়া বেগম (৩৮) নামে এক মাদক কারবারিকে ৩০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

গ্রেপ্তার হওয়া মায়া বেগম কেন্দ্রীয় তাঁতীলীগ সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর ছোটভাই মৃত মোহাম্মদ আলীর মেয়ে ও মনোহরপুর এলাকার রাশেদুল ইসলাম হৃদয়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর ভাতিজি হওয়ার সুবাধে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছে মায়া বেগম। তার মাদক কারবারের বিরদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মায়া বেগম দীর্ঘদিন ধরে মাধবদীতে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার অত্যচারে মাধবদী এলাকার লোকজন অতিষ্ঠ। তার মাদক ব্যবসায় কেউ বাধা সৃষ্টি করলে তিনি নানা অপবাদ দিয়ে হয়রানি করেন। তাকে গ্রেপ্তারের জন্য গত মঙ্গলবার রাতে মাধবদী পৌরসভা অফিস সংলগ্ন এলাকায় (ছোট গদাইরচর) অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় মসজিদের উওরের দেয়ালের পাশের পাকা রাস্তা থেকে মায়া বেগমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাকে তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, ৩০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ইয়াবাসহ মায়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাধবদী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। এর আগে তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ টি মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ