মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেহেরপুরে কারাগারে মৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েলের দাফন সম্পন্ন

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরে কারাগারে মৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে নিহতর ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। বিকাল ৩ টার সময় মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে জানাজার নামাজ শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।

মেহেরপুরের একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মিজানুর রহমানের করা চেক ডিজওনার মামলায় গত ৩০ মে তার ৮ মাসের সাজা হয়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগারের নিজস্ব গাড়িতে করে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২৫ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাত ৮ টার দিকে অসুস্থ অবস্থায় তোফায়েল আহম্মেদকে কারাক্ষীরা হাসপাতালে নিয়ে আসে। তখন তার অবস্থা আশংকা জনক থাকায় তাকে অক্স্রিজেন দেওয়া হয়। কিন্তু তিনি অক্সিজেন গ্রহণ করতে পারিনি। এসময় তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করাহয়। এখন ময়না তদন্তেদর রিপোর্ট হাতে এলে বিস্তারিত বলা সম্ভব হবে।

মেহেরপুর জেলা কারাগারের সুপার মোখলেসুর রহমান জানান, তিনি একটি চেক ডিজওনার মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। শারিরীক ভাবে অসুস্থ থাকায় প্রতিদিন অনেক পরিমানে ঔষধ সেবন করতেন।

নিহত তোফায়েল আহম্মেদের মেয়ে, তাহমিন রুশদি বলেন, আমার বাবা সাংবাদিক মিজানুর রহমানের কাছ থেকে আড়াইলক্ষ টাকা সুদে ধার নিয়ে ছিলেন। আসল টাকা শোধ করতে পারলেও সুদের টাকা শোধ করতে পারেনি। তাই উনার দায়ের করা মামলায় বাবার সাজা হয়। তিনি সুস্থ্য ছিলেন। কখন কিভাবে অসুস্থ হলো আমরা জানিনা। তার মৃত্যুর খবরও আমাদের জেলখানা থেকে জানানো হয়নি। রাত সাড়ে ১০ টার দিকে ফেসবুক ও সাংবাদিকদের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয় নিশ্চিত হয়ে আমরা হাসপাতালে আসি। এরপর জেনারেল হাসপাতালের মর্গে আমার বাবার মৃত দেহ পাই।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন, সন্ধ্যায় এত বড় একটা ঘটনা ঘটলো অথচ রাত ১০ টার আমরা প্রাথমিক তথ্য পাচ্ছি। জেল কতৃপক্ষর উচিৎ ছিলো অসুস্থ হবার সাথে সাথে আমাদের জানা। জেলা প্রশাসন, কারা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন না করায় এ দুঘটনা ঘটলো। আমাদের জানালে আমরা সমর্থ মতো চেষ্টা করতে পারতাম ।

মরহুমের জানাজার নামাজে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহম্মেদ বিজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

যায়যায়কাল/০৫সেপ্টেম্বর২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ