শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মো: আলমগীর হো‌সেন, মৌলভীবাজার: মৌলভীবাজারে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকের সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ খাইরুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা সুলতানা লিপি।

মোঃ জাকির হোসেন তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।

তিনি ব্যাখ্যা করেন, এই ব্যবস্থায় রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো কীভাবে পরিচালিত হবে।

তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি ও প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত ও বিভেদকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মোঃ জাকির হোসেন আরও বলেন,স্বাধীনতার ৫৩ বছরে বহুবার সংবিধান সংশোধন ও শত শত আইন প্রণয়ন করা হলেও জাতির মৌলিক সংকটগুলোর সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর মূল কারণ হলো বর্তমান ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ।

এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহর প্রদত্ত জীবনবিধান অনুসরণ করা।

উক্ত প্রতিপাদ্যের ওপর আরও আলোচনা করেন— হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এম. এ. মোতালেব, সিলেট বিভাগীয় শিক্ষাবিষয়ক সম্পাদক শফিকুর রহমান, মিনহাজুল আবেদীন, নাসিমা আক্তার সুমি, আবু তাহের ভূইয়া, সিদ্দিক আলী।

মূল বক্তব্য উপস্থাপনের পর অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। এতে অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপ‌জেলার গণমাধ্যম কর্মীরা।

উপস্থিত ছিলেন ফকরুল ইসলাম, মরিয়ম আক্তার,সালেহ এলাহী কুটি, মোঃ তৌহিদ মিয়া, রুবেল আহমদ, এম. এ. রকিব, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল মজিদ, সঞ্জয় কামাল, গোলাম কিবরিয়া, জসিম উদ্দিন, মোঃ শামসুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ সাগর, আনিছুল ইসলাম আশরাফী, আবদাল হোসেন, ইসমাইল মাহমুদ প্রমুখ।

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ