মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যানজট নিরসনে ইউএনও ও ওসির কার্যকর উদ্যোগে স্বস্তি ফিরলো সরাইল বিশ্বরোডে

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ঢাকা–সিলেট ও ঢাকা–কুমিল্লা মহাসড়কের সংযোগস্থল সরাইল বিশ্বরোড মোড়ে টানা তিনদিন ধরে চলা তীব্র যানজট অবশেষে নিরসন হয়েছে সরাইল উপজেলা প্রশাসনের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে।

বিশ্বরোড মোড়ের সড়কে সৃষ্টি হওয়া গভীর গর্ত ও পানি জমে যাওয়ার কারণে ভারী যানবাহন আটকে পড়ছিল, যার ফলে উভয় দিকেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সরাইলের ইউএনও জনাব মোশারফ হোসেন ও ওসি রফিকুল ইসলাম সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন ফোনে বলেন,
“আশুগঞ্জ–আগরতলা ট্রানজিট রোডের ঠিকাদার প্রতিষ্ঠান এফকন-এর সাথে যোগাযোগ করে আমরা তাদের অনুরোধ করি এবং তারা আমাদের অনুরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। আমি ও ওসি মহোদয় উপস্থিত থেকে পুরো কাজ তদারকি করি এবং যানজট নিরসনের পর আমরা ফিরে আসি।”

গর্তগুলো জরুরি ভিত্তিতে ভরাট করার পর পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ শুধু সময়োপযোগীই নয়, বরং একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। বর্তমানে মহাসড়ক পুরোপুরি সচল এবং যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *