মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রক্তচক্ষু দেখিয়ে ভোটের কাজে বাধা দেওয়া যাবে না: সাতক্ষীরা জেলা প্রশাসক

আব্দুর রহমান, সাতক্ষীরা: “এই ভোট ১৮, ২৪ কিংবা ১৪ সালের ভোট নয়। এই নির্বাচনে কেউ রক্তচক্ষু দেখিয়ে আমাদের ভোটের কাজ থেকে বিরত রাখতে পারবে না।” এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, “কারও চাপ, কারও প্রলোভন কিংবা কারও রক্তচক্ষুর কাছে মাথা নত করে আমরা কারও পক্ষে কাজ করব না বা কাউকে বিশেষ সুবিধা দেব- এমনটি ভাবারও সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে শুধুই সামনে এগিয়ে যাওয়ার পথ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই এই নির্বাচন নিয়ে অত্যন্ত ডেডিকেটেড।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে জাতির কাছে উপহার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে আফরোজা আখতার বলেন, “বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে এই নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায় ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।”

এ সময় তিনি সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ক্ষমতা চিরস্থায়ী নয়- এটি আপনারা নিজের চোখেই দেখছেন। ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি দেশ ও জনস্বার্থবিরোধী কাজে জড়ায়, তার পরিণতি কী হতে পারে সেটিও আপনারা উপলব্ধি করছেন। তাই প্রার্থী ও তাদের সমর্থকদের অত্যন্ত দায়িত্বশীল হতে হবে, যাতে কোনো ভুলে ওঁৎ পেতে থাকা শক্তি সুযোগ নিতে না পারে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড. এম মনিরুজ্জামান, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা, মাওলানা আব্দুর রহমান, সোলায়মান কবীর, অধ্যক্ষ আব্দুর রহমান, ওসি (তদন্ত) পেয়ার উদ্দীন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সম্ভাব্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন নির্বাচন ও গণভোট বিষয়ক কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করেন। সভায় গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন রিটার্নিং অফিসার। পক্ষপাতমূলক কোনো আচরণ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ