বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর মিরপুর ও হাতিরঝিলের তিনটি পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনাগুলো ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মিরপুরে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকার কাছে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রায় এক ঘণ্টা পরে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১২ এলাকায় মেট্রো স্টেশনের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

গত পাঁচ দিনে সারাদেশে অন্তত ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই বাসকে লক্ষ্য করে। এছাড়া দেশজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ