আরিফ, রাজশাহী: রাজশাহীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহানগর-জেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছ। বৃহস্পতিবার বিকেলে নগরীর সোনাদীঘির মোড়ে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ বলেন, ‘বিগত ১৫ বছর আওয়ামী শাসন আমলে যে গনতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্ট গণঅভু্যত্থানে আমরা আন্দোলন করেছি। তাই যতক্ষণ পর্যন্ত এই অধিকারগুলো আদায় হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।’
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, অন্যতম সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হীরকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা”