বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রামেবিকে নিয়ে মিথ্যাচার, গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (রামেবি) নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। একইসাথে গাছ কাটায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে বিক্ষিপ্তভাবে একপাক্ষিক ও অর্ধ-সত্য তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। গাছ কাটা নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে রামেবি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একপাক্ষিক ও অর্ধ-সত্য তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হচ্ছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। প্রকৃতপক্ষে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অবকাঠামো বাস্তবায়নের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিছু বৃক্ষ কর্তন ও প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। এ বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষ সর্বপ্রথম গত মার্চ মাসের প্রথম সপ্তাহে সামাজিক বন বিভাগ, রাজশাহী-কে চিঠি প্রদান করে তালিকাভুক্ত বৃক্ষসমূহের প্রাক্কলন প্রস্তুতপূর্বক কর্তনের অনুমতির অনুরোধ জানায়। কিন্তু তাদের কার্যক্রম শুরু করতে বিলম্ব হওয়ায় পরবর্তীতে আরো দুই দফা একই বিষয়ে চিঠি প্রদান করা হয়। পরে তারা কার্যক্রম শুরু করে।’
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘এমতাবস্থায় বন বিভাগের গাছ গণনার কাজ চলমান থাকা অবস্থায়, গত ১২ আগস্ট রাতের অন্ধকারে অনুমতিবিহীনভাবে কিছু গাছ কর্তনের ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কর্তিত গাছসমূহ সেখানেই সংরক্ষিত অবস্থায় পান। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে চলমান ভূমি উন্নয়ন (বালি ভরাট) কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা উক্ত গাছসমূহ কর্তন করেছেন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়। বর্তমানে তাদের জবাব পাওয়া গেছে। তারা এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা পুরোপুরি অস্বীকার করেছে। কাজেই সঠিক তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে দায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রামেবি জানিয়েছে, ‘বাস্তবে দেখা যায় যে, ১৮০ টির মতো গাছ কর্তন করা হয়েছে। কিন্তু বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ৭০০ গাছ কর্তনের কথা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়।
দুঃখজনকভাবে, একটি স্বার্থান্বেষী কুচক্রি মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করার লক্ষ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজশাহীবাসী তথা সমগ্র উত্তরবঙ্গের বহুপ্রতিক্ষিত প্রতিষ্ঠান, যা ভবিষ্যতে উত্তরবঙ্গের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।’
এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে সাংবাদিক সমাজ, সুশীল সমাজসহ সর্বস্তরের পেশাজীবী ও শ্রমজীবী মানুষের সহযোগিতা অপরিহার্য বলেও প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে রামেবি কর্তপক্ষ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ