বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কষ্টে আছেন রায়গঞ্জের বিধবা চান বানু

কাজল দাস , রায়গঞ্জ: দারিদ্র্যের কষাঘাতে ছাগল পালন করে সংসার চলে না সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের দরিদ্র এনসাব আলীর সহধর্মীনি বিধবা চান বানু বেগম ৬৫।

অভাব অনটনে কয়েকটি ছাগলই তার একমাত্র ভরসা। চান বানুর স্বামী ছিলেন একজন দিনমজুর। এক মেয়ে নিয়ে ছিল তাদের অভাবের সংসার। মাত্র দুই শতক জমির উপর একটি ভাঙা ঘরে তার বসবাস। তার একমাত্র বসত ভিটা ছাড়া সম্পদ বলতে আর কিছুই নেই। তারপর একমাত্র উপার্জন সক্ষম স্বামী হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চান বানু।

বিধবা চান বানুর সাথে কথা হলে তিনি জানান, সারাদিন প্রায় না খেয়েই রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়ার মধ্যে ছাগল রাখতেই দিন পার হয়ে যায়। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য।

তিনি আরও জানান, সংসারে হাল ধরার মতো কোনো পুরুষ নেই। বাড়িতে নেই বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল। নেই কোন স্বাস্থ্যসম্মত ল্যাট্টিন। এক বেলা ভাত জোটে তো অন্য সময় থাকতে হয় না খেয়ে। কোনো কাজকর্ম না থাকায় এবং আর্থিক সংকটের কারণে না পারছেন ছাগলগুলোকে খাওয়াতে, না পারছেন নিজে চলতে। এমতাবস্থায় সমাজের দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের বিধবা চান বানু বেগম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ