
কাজল দাস, রায়গঞ্জ: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার ইলিয়াস হাসান সেখ, পরিখ্যান অফিসার দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, পি.আই.ও কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো. আলী মর্তুজা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম মিরন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফয়সাল বিশ্বাস প্রমুখ।
উক্ত র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে মিলিত হয়।
এ সময় উপজেলার সকল কর্মকর্তা ,কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্কুল – কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।