বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কাজল দাস, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার বিকাল ৫টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের বাঁশুড়িয়া গ্রামসহ আশে পাশের গ্রামের শতাধিক অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাদী হাসান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েলের সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি মো. ওয়াহিদুজ্জামান, মো. আব্দুল মমিন তালুকদার, মো. আবুল হাসেম, মো. শাওন খাঁন, মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের প্রধান উপদেষ্টা ইমরান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক নাসির, অ্যাডমিন হৃদয়, মডেরেটর ইমন শেখ, সদস্য রাশিদুল, হুসাইন,কিয়াস, রিফাত সহ এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, মানবতার কল্যাণে রক্তদান সংগঠন একটি মানবিক সংগঠন। মানুষকে স্বেচ্ছায় রক্তদান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আপনারা এই সংগঠনের জন্য দোয়া ও সহযোগিতা করবেন। ভবিষ্যতে যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ