বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা, নরসিংদী:

বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়ণের ফলে এই পিঠা উৎসব আজ বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রায়পুরার ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব।

অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পিঠা উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি থেকে মোট ১৪টি স্টল ও ১৫০ প্রকারের পিঠা নিয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। চারদিকে উৎসবমুখর পরিবেশ, স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। নানা নামের ও বিভিন্ন রঙের মুখরোচক পিঠা স্থান পায় স্টলগুলোতে।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সায়েমের সভাপ্রতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সামলগীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মেহেদী হাসান রিপনসহ আরো অনেকেই।

পরে অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তাদের আয়োজনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে, আগামী দিনে এমন আয়োজন অব্যহত রাখার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ