
রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রৌমারী উপজেলা শাখা।
বুধবার বিকেল ৪ টার দিকে রৌমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও কৃষক দলের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে এসে আয়োজিত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল হামিদর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান রন্জু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইদুল ইসলাম সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি সম্পাদকগণবৃন্দ।