
লিটন সরকার, রৌমারী প্রতিনিধি: রৌমারীতে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
ভোটারসহ চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশের মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ নতুন ভোটারসহ চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশের মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ। মিলেমিশে’ -এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দেশের অন্যান্য এলাকার মতো রবিবার রৌমারী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। রবিবার সকাল ১০টায় র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) রাসেল দিও।সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, শাহ মোহাম্মদ যোবায়ের, মো: কামরুজ্জামান লাজিম) (স্ক্যানিং ইকুইপমেন্ট মেইনটেনেন্স অপারেটর মো: মিজানুর রহমান, অফিস সহায়ক মো: আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ভোটাধিকার সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নাগরিকদের সঠিকভাবে ভোট প্রদানের আহ্বান জানান।











