বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চোরাইকৃত মোটরসাইকেল ও বিদেশী ১টি পিস্তলসহ মো. রাসেল (২৪) তার বন্ধু মো. ইমরানকল (২১) গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার পুলিশ সুপার তারেক বিন রশিদ তাঁর কার্যালয়ে ‘প্রেস ব্রিফিং’ করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর-আগে, সোমবার গভীররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) দেওপাড়া মানিক মিয়ার দু-চালা সেমি পাকা টিনের ঘরের পূর্ব পাশ থেকে বিদেশী পিস্তলসহ অভিযুক্ত রাসেল ও ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যসূত্রে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন চাঁনপুর এলাকা একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযুক্ত রাসেল দেওপাড়া গ্রামের নুরু মিয়া পাটোয়ারী বাড়ীর আব্দুল খালেকের ছেলে এ ছাড়া তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা হয়েছে বিভিন্ন থানায়।

অপর অভিযুক্ত ইমরান একই গ্রামের করিম মোল্লাগো বাড়ীর তাজুল ইসলাম সুমনের ছেলে তার বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে। রাসেল ও ইমরান ভালো বন্ধু।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত রাসেল ও ইমরান খারাপ প্রাকৃতিক লোক। তারা বিদেশী পিস্তল ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাদের পিস্তলসহ আটক করা হয়। পরে তাদের তথ্য ভিত্তিতে নোয়াখালী থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। মোটরসাইকেল ও বিদেশী পিস্তল উদ্ধার ঘটনায় রাসেল ও ইমরানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ হাসান মোস্তফা স্বপন, (সদর) সার্কেল মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআই-ওয়ান) মো. আজিজুর রহমান ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকসহ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *