মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লোহাগাড়ায় দূবৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক নিয়ে কথা-কাটাকাটির জেরে  ছুরিকাঘাতে মো. মুবিনুল হক (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মুকিত নামে আরেক স্কুলছাত্র। বুধবার রাত ৮টায় উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া ইমাম বাড়ি শাহ্ মসজিদের বার্ষিক সভায় এ ঘটনাটি ঘটে।
নিহত মুবিন লোহাগাড়া উপজেলার পুটিবিলা নালারকুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। আহত মুকিত একই এলাকার রহমত উল্লাহর ছেলে। দু’জনই পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় শোয়াইব নামের এক যুবক বলেন, মুবিন ও মুকিত মসজিদের সভায় যায়। সেখানে টিকটক বিষয়ে কয়েক জনের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেখানেই ছুরিকাঘাতে মুবিন ও মুকিত গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িতরা ঘটনার পরপরই পালিয়ে গেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা বলেন, কয়েকজন যুবক মুবিন নামের এক কিশোরকে ছুরিকাঘাত অবস্থায় নিয়ে আসে। এর আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, রাত ৮টায় তাঁতিপাড়া এলাকায় মাহফিল সংলগ্ন ভাসমান কসমেটিক্স দোকানের সামনে মুবিন ও মুকিতসহ দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়াঝাটির হয়।  একপর্যায়ে মুবিন নামের এক যুবক ছুরির আঘাতে নিহত হয়। সাথে থাকা মুকিতকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ